20 February 2013

Sukanya

---

সুকন্যা 

-রাজ গৌরব দেবনাথ 


যে বন্যায় ভেসে গেল এই শরীর 
যে বন্যায় ভেসে গেল এই মনও 
যে বন্যায় ভাঙল স্বপ্ন পরীর 
যে বন্যায় ভাসছি আমি এখনও 

যে বন্যায় ভেসে গেল এই সময়
যে বন্যায় অতীতও গেল ভেসে 
যে বন্যায় খুঁজছি এখনও তোমায় 
যে বন্যায় বিদায় নিয়েছ হেসে 

যে বন্যায় আসবে না আর ফিরে 
যে বন্যায় কাটেনি আজও মোহ 
যে বন্যায় গিয়েছে বুকটা ছিঁড়ে
যে বন্যায় আসবে না অহরহ 

জীবন নেয় ঝড়-বৃষ্টি সব মেপে 
জীবন নেয় সকল হিসেব চুকিয়ে 
জীবন দেয় আঁখিপল্লব কেঁপে
জীবন দেয় ঔদ্ধত্যকে ঝুঁকিয়ে 

কবিতার শেষে বসে একা লাবণ্য 
অতর্কিতে বয়ে চলেছে যে বন্যা 
বইছে আজও ভালবাসারই জন্য 
তবু বয়ে আসো না কেন তুমি, হে সুকন্যা ...


[এই কবিতাটি আমি ২০০৩-এ লিখেছিলাম]

---

No comments:

Post a Comment